Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা সংকট: সেরা সমাধানের প্রতিশ্রুতি জাতিসংঘের


৩০ এপ্রিল ২০১৮ ১১:৩১

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: রোহিঙ্গা সংকট সমাধানে সম্ভাব্য সেরা সমাধানের চেষ্টা করবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রোহিঙ্গা সংকট নিজ চোখে দেখতে এসে সোমবার (৩০ এপ্রিল) ঢাকা ছেড়ে যাওয়ার আগে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা।

সফররত জাতিসংঘ প্রতিনিধি দলের নেতা পেরুর স্থায়ী প্রতিনিধি গুস্তাভো মেজা চুয়াদ্রা সোমবার (৩০ এপ্রিল) হজরত শাহজালাল বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন। এ সময় জাতিসংঘে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি ক্যারেন পিয়ার্স, কুয়েতের স্থায়ী প্রতিনিধি মনসুর আয়াদ আল-ওতাইবি বলেন উপস্থিত ছিলেন। গুস্তাভো মেজা-চুয়াদ্রা চলতি (এপ্রিল) মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বপ্রাপ্ত।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন প্রতিনিধি দলটি।

নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট, পেরুর রাষ্ট্রদূত গুস্তাবো মেজা-চুয়াদ্রা প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘রোহিঙ্গা সংকট নিয়ে আমরা প্রচণ্ড উদ্বিগ্ন। কীভাবে এই সমস্যার সমাধান করা যায় তার জন্য বাংলাদেশে সরেজমিনে অভিজ্ঞতা নিতে এসেছি। এখান থেকে একই বিষয়ে বাস্তব অভিজ্ঞতা নিতে আমরা মিয়ানমার যাব। সেখান থেকে ফিরে গিয়ে এ সমস্যার সমাধানে সম্ভাব্য সেরা উপায় খুঁজে বের করব।’

তিনি আরো বলেন, ‘এখন যে পরিস্থিতি বিরাজ করছে তা প্রত্যাবাসনের জন্য অনুকূল নয়। অনুকূল পরিবেশ সৃষ্টিতে মিয়ানমারকে ইতিবাচক ভূমিকা নিতে হবে।’

রোহিঙ্গা সংকট নিয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা নেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ টি দেশের ৩০ জন প্রতিনিধি গত শনিবার বিকেলে বাংলাদেশে আসেন। ওইদিন প্রতিনিধি দলটিকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা বিষয়ে সকল হালনাগাদ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

পাশাপাশি বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিও গত শনিবার জাতিসংঘের দলটিকে রোহিঙ্গা সংকটের হালনাগাদ তথ্য জানান।

বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধি দলটিকে জানান হয়, ‘প্রতিবেশিদের সঙ্গে সু-সম্পর্ক রাখার নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ। প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কখনোই কোনো সংঘর্ষ বা সমস্যা হয়নি। বরং নেপিডোর একাধিক বিপদের সময় পাশে থেকেছে ঢাকা। অথচ মিয়ানমারের সৃষ্টি করা রোহিঙ্গা সংকটের কারণে একাধিক ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। রোহিঙ্গা সংকট সমাধান আন্তর্জাতিক বিশ্বকেই করতে হবে।’

সর্বশেষ গত বছরের আগস্ট থেকে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে আশ্রয় নিয়েছে। সব মিলিয়ে এখন বাংলাদেশের একাধিক শিবিরে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এই বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশ হিমশিম খাচ্ছে। শুধুমাত্র কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরেই রয়েছে ৫ লাখ ৪৮ হাজার মানুষ। যা বিশ্বের সর্বোচ্চ বড় আশ্রয় শিবির।

সারাবাংলা/জেআইএল/একে

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর