Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিএফআই কর্মকর্তাকে হত্যা, ৩১ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২২ ১০:৫৬

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে র‌্যাবের ওপর হামলা ও ডিজিএফআই কর্মকর্তা রিজওয়ান রুশদীকে (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা)  হত‌্যার ঘটনায় ৩১ জ‌নের নাম উল্লেখ করে মামলা হ‌য়ে‌ছে। এতে আরও ৩০-৩৫জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) রাতে মামলার বিষয়‌টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ শাহজাহান।

তি‌নি ব‌লেন, বুধবার (২৩ ন‌ভেম্বর) ডি‌জিএফআই কর্মকর্তা‌কে হত‌্যার ঘটনায় মামলা হ‌য়ে‌ছে। এ ঘটনায় বাদি হয়ে মামলা‌টি করেন ডিজিএফআই কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। এতে ৩১ জনের নাম দেওয়া হ‌য়ে‌ছে। এ ছাড়া আরও ৩০-৩৫জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর র‌্যাব এবং ডিজিএফআইয়ের মাদকবিরোধী যৌথ অভিযান চ‌লে। এ সময় মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়। এ সময় মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআই কর্মকর্তা রিজওয়ান নিহত এবং র‌্যাবের এক সদস্য আহত হন। এ ঘটনায় ২৩ নভেম্বর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে মামলাটি করা হয়।

সারাবাংলা/ইআ

ডিজিএফআই কর্মকর্তা নিহত মামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর