‘মিলন হত্যাকারীদের রাজনৈতিকভাবে পুনর্বাসন করা হয়েছে’
২৭ নভেম্বর ২০২২ ২০:২৪
ঢাকা: গত ৩২ বছরে ডা. মিলন হত্যার বিচার না হওয়ায় দুঃখ প্রকাশ করে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। নেতারা বলেন, ‘ডা. মিলন হত্যাকারীদের বিচার না করে বরং তাদের রাজনৈতিকভাবে পুনর্বাসন করা হয়েছে। মিলনের রক্তের সঙ্গে বেঈমানি করা হয়েছে।’
এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের শাহাদাৎ বার্ষিকীতে রোববার (২৭ নভেম্বর) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ চত্তরে মিলনের কবরে পুষ্পার্ঘ্য অর্পণকালে নেতারা এ কথা বলেন। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী ও আকবর খান শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পর মিলন স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রী বহ্নিশিখা জামালী বলেন, ‘গত ৩২ বছরেও মিলন হত্যার বিচার হয়নি। বরং মিলনের হত্যাকারীদের রাজনৈতিক ও সামাজিকভাবে পুনর্বাসন করা হয়েছে।’
তিনি বলেন, ‘গত তিন দশকে এখানকার সরকার ও শাসকশ্রেণি তাদের নীতিহীন সুবিধাবাদী রাজনৈতিক কারণে মিলনের রক্তের সঙ্গে বেঈমানি করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে তারা নিষ্ঠুর ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে। বাংলাদেশকেই এখন তারা ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিয়েছে।’
বহ্নিশিখা জামালী আরও বলেন, ‘মিলন ছিলেন সাম্যবাদী, জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রতীক। দেশ ও জনগণের অধিকার আদায়ে ছিলেন অকুতোভয়। জীবন দিয়ে তা তিনি প্রমাণ করেছেন।’ মিলনের সংগ্রামী চেতনায় শাণিত হয়ে অধিকার ও মুক্তি অর্জনে গণসগ্রাম জোরদার করার আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন মোশতাক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহানগর নেতা কামরুজ্জামান ফিরোজ, মো. রিয়েল, মীর রেজাউল আলম ও আবদুল গণি খানসহ আরও আনেকে।
সারাবাংলা/এএইচএইচ/এনএস
বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শহীদ ডা. শামসুল আলম খান মিলন