রসিক নির্বাচন: মেয়রসহ ২৮০ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
২৭ নভেম্বর ২০২২ ২০:৫৮
রংপুর: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে এখন পর্যন্ত মেয়রসহ ২৮০ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে ১৩, সাধারণ কাউন্সিলর পদে ১৯৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন মনোনয়ন নিয়েছেন।
রোববার (২৭ নভেম্বর) বিকেলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৭ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে রোববার পর্যন্ত মোট ২৮০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরমধ্যে মেয়র পদে ১৩, সাধারণ কাউন্সিলর পদে ১৯৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, ২০১২ সালের ২৮ জুন পৌরসভা থেকে ১৮টি ওয়ার্ড বর্ধিত করে ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি করপোরেশন গঠন হয়। এরপর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ওই বছরের ২০ ডিসেম্বর। এতে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু প্রথম মেয়র নির্বাচিত হন। ২০১৭ সালের ২১ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
বর্তমানে এ সিটির জনসংখ্যা প্রায় ১০ লাখ। আর ভোটার রয়েছে চার লাখের বেশি। তৃতীয়বারের মতো রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ ডিসেম্বর। এদিন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন ৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা ১৭ দিন প্রচার-প্রচারণার সুযোগ পাবেন।
সারাবাংলা/এনএস