Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুর জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২২ ২৩:১১

ঢাকা: প্রায় ৮ বছর পর ২৮ নভেম্বর জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার দুপুর ২টায় জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠেয় এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলন উদ্বোধন করবেন দরলের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।

এদিকে, সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ। সারা শহর বিভিন্ন ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। সম্মেলন ঘিরে জেলাব্যাপী দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, শহরের জিলা স্কুল মাঠে নৌকার আদলে তৈরি করা হয়েছে সম্মেলন মঞ্চ। তবে দেশের এই সংকট মুহূর্তে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী খরচ কমাতে সম্মেলন ঘিরে হয়নি কোনো বাড়তি আয়োজন।

অন্যদিকে, সম্মেলনকে সামনে রেখে জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদপ্রত্যাশী নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রচার-প্রচারণা চালাচ্ছেন। দলীয় সূত্রে জানা যায়, সম্মেলনের মাধ্যমে জেলায় যোগ্য নেতৃত্ব আসবে এবং এই নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলার সবগুলো নির্বাচনি আসনে নৌকা প্রতীককে বিজয়ী করতে কাজ করবে। বর্তমান বাস্তবতায় স্থানীয়ভাবে গ্রহণযোগ্য এবং দক্ষতা ও বিচক্ষণতা বিবেচনায় আওয়ামী লীগ সভানেত্রী যাদের নির্বাচিত করবেন তাদের নেতৃত্বেই জামালপুর জেলা আওয়ামী লীগ আরও সুসংগঠিত হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জামালপুর জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, ‘এই সম্মেলন হবে জামায়াত-বিএনপি জোটের সাম্প্রতিক ধ্বংসাত্মক ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহামেদ চৌধুরী বলেন, ‘সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী হবে। সম্মেলন উপলক্ষে সমাবেশে অন্তত এক-দেড় লাখ লোক সমাগম হবে।’

উল্লেখ্য, ২০১৫ সালের ২০ মে জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।

সারাবাংলা/পিটিএম

জামালপুর জেলা আওয়ামী লীগ সম্মেলন

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর