তুলার গুদামে আগুন, ১০ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি
২৯ নভেম্বর ২০২২ ১০:০০
গাজীপুর: মহানগরীর ভবানীপুর এলাকায় সাফারি পার্ক সড়কে শামীম টেক্সটাইল মিলের একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২৮ নভেম্বর) রাত ১২টায় আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ১০ ঘণ্টা চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পরেনি।
স্থানীয়রা জানায়, হঠাৎ করে শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে ধোঁয়া দেখতে পায়। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, গতকাল সোমবার রাত ১২টায় তুলার গুদামে আগুন লাগার খবর পাই। তাৎক্ষণিকভাবে শ্রীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে জয়দেবপুর ফায়ার স্টেশনের আরও দুইটি ইউনিট ও শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট অগুন নেভানোর কাজে যোগ দেয়।
তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট প্রায় দশ ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানা যায়নি।
সারাবাংলা/এনএস