Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ মিনিট আমার জীবনে কাল হয়েছে: পরীমনি

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২২ ১৪:১০

ঢাকা: মাত্র ২ মিনিট নিজের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আলোচিত নায়িকা পরীমনি। মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলায় নাসির-অমিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৯ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালতে পরীমনি জবানবন্দি দেন। তবে তা শেষ না হওয়ায় পরবর্তী সাক্ষ্যের জন্য আগামী ১১ জানুয়ারি তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

জবানবন্দি গ্রহণের সময় পরীমনি আদালতকে বলেন, ‘গত বছরের ৯ জুন অমি আমাদের বাসায় আসে। আগে থেকে অমিকে আমি চিনতাম। ওইদিন রাতে বনানীর বাসা থেকে গাড়ি করে অমি, জিমি, বন্নি ও বডিগার্ডসহ আমরা উত্তরার দিকে বের হই। উত্তরার দিকে পৌঁছাতেই অমি গাড়ি ইউটার্ন নেয়। তখন অমি আমাকে বলে মাত্র ২ মিনিটের কাজ আছে। কাজ শেষ করতে ২ মিনিট সময় লাগবে। আসলে ওই ২ মিনিট আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেন, ‘অমি ওই সময় গাড়ি বোট ক্লাবে দিকে নিয়ে যায়। বোট ক্লাব বেনজির আহমেদের দায়িত্বে রয়েছেন বলে আমাকে জানানো হয়। পরে আমি (পরীমনি) নিজেকে নিরাপদ অনুভব করি। রাত ১২টার পর কোনো ক্লাব খোলা থাকে না। বন্নি ছিল আমার কাছে। বন্নির মা অসুস্থ ছিল। এ জন্য তার মায়ের জন্য ওষুধ ক্রয় করা হয়। বন্নিকে বনানীতে নামিয়ে দিয়ে আমরা বাসায় ফিরতাম। ওইদিন আমাদের আগে থেকে প্রি প্ল্যান করে আনা হয়।’

তিনি বলেন, ‘ক্লাবে প্রবেশ করতে চাইলে দায়িত্ব গার্ড বাধা দেয়। তখন গার্ড বলে, রাত ১২টার পর ক্লাব বন্ধ থাকে। এরপর অমি ওখানে দাঁড়িয়ে কাকে যেন কল করে। আমার ধারণা ওই সময় নাসিরকে কল করেছিল। পরে সিকিউরিটি গার্ড আমাদের ক্লাবের ভিতরে ঢোকার জন্য বললেন। আসলে ক্লাবে যাওয়ার জন্য যে পোশাক দরকার তেমন পোশাক আমারা পরিনি। এরপর বারের মধ্যে গিয়ে দেখি তারা আগে থেকেই ড্রিংকস করছিলেন। তাদের টেবিলের সামনে মদের বোতল সাজানো রয়েছে। ওখানে নসিরসহ ৪/৫ জন ব্যক্তি বসা রয়েছে। ওখান থেকে আমরা সরাসরি বাথরুমের দিকে গিয়েছিলাম। আমার সঙ্গে ছিল বন্নি। আর বাহিরে অপেক্ষা করছিলেন জিমি।’

বিজ্ঞাপন

পরীমনি আরও বলেন, ‘ওই সময় নাসির বার থেকে বাহির হয়ে পরীমনি কই- এমন ভঙ্গিতে জিমিকে বলে। নাসির বলেন, পরীমনি কোথায়, সে কি বাথরুমে গোসল করছে, এত সময় লাগছে- মাতাল অবস্থায় এসব কথা বলেন। নাসির জানে আমি আসব, আগে থেকেই সব জানে। পরে জিমি বলে, ওই লোকের ব্যবহার সুন্দর না আমরা চলে যাই। জিমি ক্লাবের ভিতরে যাবেই না। তখন নাসির আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করল। নাসির বলেন, তুমি আমার ক্লাবে প্রথম এসেছো, তোমার একটা সম্মান আছে না। অন্তত এক কাপ কফি খেয়ে যাও। সে তখন মাতাল অবস্থায় ভালো ব্যবহার করছিল বলে মনে হয়। নাসির ব্যবহার দেখে মনে হলো, একটু বসেই যাই।’

তিনি বলেন, ‘রুমের ভিতরে প্রথম ফটকে এক কোনায় গিয়ে আমরা বসি। আমার ছোট বোন সঙ্গে ছিল। অমি আমাদের জন্য একটা মদের বোতল নিয়ে আসল। আমি (পরীমি) না করলাম। এক পর্যায়ে মদ খাওয়ার জন্য আমাদের বার বার বলতে থাকে অমি। জিমিকে অমি খারাপ ভাষায় গালাগালি করে। তখন অমি আমাদের বলে, তোমারা জীবনেই কখন মদ খাওনি। মদ খাওয়ার জন্য জোড় করলেই আমরা খেতে চাইনি। এরপর অমি জোড়ে জোড়ে কথা বলতে থাকে। এতো জোড় করার পরেও আমরা মদ খায়নি।’

জবানবন্দি চলাকালীন সময়ে পরীমনির আইনজীবী তাকে (পরীমনিক) জানায়, বাহিরে তার বাচ্চা কান্না করছে। আরেকদিন আদালতে আসতে বলেন। তখন বিচারক বলেন, ‘আপনি আরেকদিন আসেন। যাওয়ার সময় জবানবন্দিতে সাক্ষ্যর করে যাবেন।’

সাক্ষীর কাঠগড়া থেকে নামার সময় পরীমনি বলেন, ‘তখন যদি একটু মদ খেতাম তাহলে আজকে আর আদালতে আসতে হতো না। এই মামলার জম্মও নিতো না।’

এদিন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ছাড়া অপর দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। নাসিরের পক্ষে সময়ের আবেদন করা হলে তা মঞ্জুর করেন আদালত।

সারাবাংলা/এআই/এনএস

পরীমনি

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর