Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহেশপুরে ৮ কোটি টাকার সোনার বার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২২ ২২:৩০

ঝিনাইদহ: জেলার মহেশপুর উপজেলার সীমান্তে অভিযানে ৮৬টি সোনার বার জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার যাদবপুর থেকে সোনার বারগুলো জব্দ করা হয়।

৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহীন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। দুইদিন আগে আমরা চোরাকারবারিদের খবর পেয়ে ঐ একই এলাকায় অভিযান পরিচালনা করি। কিন্তু তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

এরপর আমাদের গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে আবারো আজ অভিযান চালানো হয়। পরে যাদবপুর এলাকার একটি কলাবাগানের মধ্য থেকে মাটিতে পুঁতে রাখা ৮৬টি সোনার বার উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।

তিনি আরও জানান, উদ্ধারকৃত সোনার ওজন ১১ কেজি ১০০ গ্রাম। যার বাজারমূল্য আনুমানিক আট কোটি টাকা। এছাড়া চুয়াডাঙ্গা জেলার জীবননগর এলাকার নতুনপাড়া সীমান্ত থেকে আরো পাঁচটি সোনার বারসহ আব্দুস শুকুর (৩৫) নামে এক যুবককে আটক করা হয়। পাঁচটি সোনার বারের ওজন ৬০০ গ্রাম।

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর