Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকৌশলী দেলোয়ার হত্যা মামলার পুনঃতদন্তের আবেদন নামঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২২ ১৪:৪৫

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশনের প্রকৌশলী দেলোয়ার হোসেন হত্যা মামলাটি পুনরায় তদন্তের আবেদন নামঞ্জুরের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩০ নভেম্বর) শুনানি শেষে ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলমের আদালত এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী কাওছার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ২৭ জুলাই বাদীপক্ষ থেকে মামলাটি পুনরায় তদন্ত চেয়ে আবেদন করেন। পরে ৩০ অক্টোবর এ বিষয়ে শুনানি শেষে আদালত আদেশের জন্য রাখেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি জোনের প্রকৌশলী ছিলেন দেলোয়ার হোসেন। ২০২০ সালের ১১ মে মিরপুরের বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। ওই দিন বেলা সাড়ে ৩টার দিকে উত্তরার ১৭ নম্বরের ৫ নম্বর ব্রিজের পশ্চিমে একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় স্ত্রী খোদেজা বেগম ১২ মে তুরাগ থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার পরিদর্শক শেখ মফিজুল ইসলাম গত ৩০ এপ্রিল তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। চার্জশিটভুক্ত আসামিরা হলেন, প্রকৌশলী মো. সেলিম ওরফে আনিছ হাওলাদার, ভাড়াটে সন্ত্রাসী হেলাল হাওলাদার শাহিন ও মাইক্রোবাসের চালক হাবিবুর রহমান খান।

সারাবাংলা/এআই/ইআ

প্রকৌশলী দেলোয়ার হত্যা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর