Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি সমাবেশের নামে সহিংসতা করলে জবাব দেবে আ.লীগ’

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২২ ১৫:৩৪

ওবায়দুল কাদের, ফাইল ছবি

ঢাকা: বিএনপি সমাবেশকে ঘিরে আন্দোলনের নামে সহিংসতা হলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে বলে সতর্ক করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৩০ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির উদ্দেশে সেতুমন্ত্রী এ সতর্কবার্তা উচ্চারণ করেন।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কেন তাদের সমাবেশকে ঘিরে ১০ ডিসেম্বর বেছে নিয়েছে? বিএনপি কি বাংলাদেশের ইতিহাস জানে না?’

তিনি বলেন, ‘১৯৭১ সালে ১০ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার নীল নকশা বাস্তবায়নে প্রক্রিয়া শুরু হয়। ওই দিন সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেন এবং সাংবাদিক সৈয়দ নাজমুল হক’কে পাক হানাদার ও আলবদর বাহিনী উঠিয়ে নিয়ে যায়। ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বুদ্ধিজীবি হত্যার মতো নৃশংস ঘটনা সংগঠিত হয়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘জ্ঞান, গরিমা যাদের ঘিরে— সেই সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, চিকিৎসকদের ধরে নিয়ে হত্যা করা হয়। এমন একটি দিনে (১০ ডিসেম্বর) সমাবেশের জন্য বিএনপি কেন বেছে নিল, এটাই এখন প্রশ্ন?’

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি কেন যেতে চায় না— প্রশ্ন করে ওবায়দুল কাদের বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে ১৯৭১ সালে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে পাক হানাদার বাহিনী। এখানেই ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু, সেই ভাষণ বিএনপির পছন্দ নাও হতে পারে। যদিও এই ভাষণকে সর্বকালের অন্যতম সেরা ভাষণ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ।’

সোহরাওয়ার্দী উদ্যান ঐতিহাসিক উদ্যান, বিশাল জায়গা। আওয়ামী লীগের সব সমাবেশ ও জাতীয় সম্মেলন এখানেই হয় উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি কেন তাদের পার্টি অফিসের সামনে ছোট জায়গাকে সমাবেশের জন্য বেছে নিল? পার্টি অফিসে সমাবেশ করার জন্য বিএনপির এতো দৃঢ়তা কেন? এখানে তাদের কি কোনো বদ উদ্দেশ্য আছে? কোন মতলবে তারা এটা চায়?’

বিজ্ঞাপন

আগামী ১০ ডিসেম্বর আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে বলেও জানান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সারাবাংলা/এনআর/এনএস

আওয়ামী লীগ বিএনপি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর