Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২২ ১৭:৫৯

ঢাকা: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)‘র জন্য দুই কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে সরকারের খরচ হবে ৩৪৫ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকা।

বুধবার (৩০ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন।

সাঈদ মাহবুব খান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৫৬ দশমিক ৯৮ টাকা।

তিনি বলেন, আগে এই তেলের দাম ছিল ১৬২ দশমিক ৯৪ টাকা। সে হিসাবে আগের তুলনায় প্রতি লিটার সয়াবিন তেল ৬ টাকা ২ পয়সা কমে কেনা হচ্ছে। তবে কোন দেশ কিংবা কোন কোম্পানির কাছ থেকে কেনা হবে, সেই তথ্য দেওয়া হয়নি।

সারাবাংলা/জিএস/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর