Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংককগামী নেপালের ফ্লাইটের জরুরি অবতরণ চট্টগ্রামে

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২২ ২২:১৭

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: কাঠমাণ্ডু থেকে ব্যাংককে যাবার পথে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে যাত্রীবাহী নেপালের একটি ফ্লাইটকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছে। তবে ফ্লাইটের ক্রুসহ ১৫৯ জনকে নিরাপদ আছেন।

বুধবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা ৩৫ মিনিটে রয়েল নেপাল-৪০১ ফ্লাইটটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত সিভিল এভিয়েশনের পরিচালক উইং কমান্ডার তাসনিম আহমেদ সারাবাংলাকে বলেন, ‘ফায়ার ও স্মোকিং ওয়ার্নিং পেয়ে কাছাকাছি চট্টগ্রামে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। যান্ত্রিক ত্রুটির কারণে সাধারণত এ ধরনের ওয়ার্নিং আসে। জরুরি অবতরণের পর আমরা সতর্কতার সঙ্গে ১৫০ জন যাত্রী ও ৯ জন ক্রুকে নামিয়ে আনি। তারা এখন বিমানবন্দরে অপেক্ষমাণ আছেন।’

নেপালে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির প্রকৌশলী বাংলাদেশ বিমানের প্রকৌশলীদের সহায়তায় ফ্লাইটের যান্ত্রিক ত্রুটি সারানোর কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘আশা করি রাতের মধ্যেই সেটা রওনা দিতে পারবে।’

সারাবাংলা/আরডি/ এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর