Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস চালককে মারধরের ঘটনায় পুলিশ সার্জেন্ট প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২২ ০৯:৫৪

বরিশাল: বাস পা‌র্কিং করা নিয়ে বাকবিতণ্ডার জেরে আলী হোসেন নামে এক চালককে মারধরের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রা‌ফিক সার্জেন্ট মো. টুটুলকে প্রত্যাহার করে জেলা পু‌লিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

গত বুধবার (৩০ নভেম্বর) সন্ধ‌্যায় নগরীর কেন্দ্রীয় বাস টা‌র্মিনাল নথুল্লাবাদে মারধরের ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিক্ষুব্ধ শ্রমিক‌রা ধর্মঘটের হুঁশিয়ারি দিলে রাতে সার্জেন্ট টুটুলকে প্রত্যাহার করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ব‌রিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশের ট্রা‌ফিক বিভাগের উপক‌মিশনার তানভীর আরাফাত ট্রা‌ফিক সার্জেন্টের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ব‌রিশাল জেলা সড়ক প‌রিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফ‌রিদ হোসেন বলেন, ‘সার্জেন্ট টুটুল আমাদের এক শ্রমিককে অহেতুক মারধর করে রক্তাক্ত করেছেন। আর‌ফি প‌রিবহনের চালক আলী হোসেনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর আমরা হুঁশিয়ারি দিয়েছি সার্জেন্ট টুটুলের বিরুদ্ধে ব‌্যবস্থা নেওয়ার জন‌্য।’

তি‌নি আরও বলেন, ‘সার্জেন্ট টুটুল বি‌ভিন্ন সময় বাসচালকদের হয়রা‌নি করেন। আমরা বিষয়‌টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের একা‌ধিকবার জা‌নিয়ে‌ছি।’

ব‌রিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশের ট্রা‌ফিক বিভাগের উপক‌মিশনার তানভীর আরাফাত বলেন, ‘আমাদের স‌চিব স্যার ব‌রিশালে আস‌ছিলেন। তখন রাস্তা ক্লিয়ার করতে সার্জেন্ট টুটুল বাসগুলো দ্রুত সরানোর কাজ কর‌ছিলেন। এর মধ্যে এক‌টি বা‌স সরানোর সময় ওই বাসের চালকের হাতে লা‌ঠির আঘাত লাগে। এ ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ হন। পরে সার্জেন্ট টুটুলকে প্রত্যাহার করা হয়। শ্রমিকরা লি‌খিত অভিযোগ দিলে বিভাগীয় ব‌্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

পুলিশ সার্জেন্ট বাস চালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর