ঢাকা: রাজধানীর রাজারবাগ মোড়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩৮ বছর।
বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, মধ্যরাতে রাজারবাগ মোড়ে কোনো এক যানবাহনের ধাক্কায় আহত হয়ে পড়ে ছিলেন ওই যুবক। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
এসআই আরও জানান, তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। গভীর রাত হওয়ায় কোন যানবাহনের সঙ্গে এই ঘটনা ঘটেছে সেটাও জানা যায়নি। আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।