Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণপরিষদ আন্দোলন’ নামে নতুন দলের আত্মপ্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২২ ১২:৪৬

ঢাকা: গণপরিষদ আন্দোলন নামে আরেকটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি আত্মপ্রকাশ করে।

সংগঠনের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর বলেন, ‘দেশ স্বাধীন হয়েছে দুই বার। একবার ১৯৪৭ সালে অপরটি ১৯৭১ সালে। দেশ স্বাধীন শুধু জাতীয় পিতা প্রতিষ্ঠা করার জন্য হয়নি। বর্তমান সংবিধানের সংস্কার প্রয়োজন। সংবিধানে বলা হয়েছে রাষ্ট্রর মালিক জনগণ। বাস্তবে মালিক আমরা নই। আমরা হচ্ছি প্রজা। আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে।’

বিজ্ঞাপন

আত্মপ্রকাশ অনুষ্ঠানে লিখিত বক্তব্যে বলা হয়, ‘দেশ আজ জটিল রাজনৈতিক সংকটে পড়েছে। এটি এমন সংকট, যার সমাধান শুধুমাত্র দলবদল বা সরকার বদলের প্রচলিত রাজনীতির মধ্যে নেই। বিগত ৫২ বছরের অভিজ্ঞতা থেকে এটা এখন স্পষ্ট যে, আমরা বর্তমানে যেসব সংকটে আছি, তার জন্য মূলত আমাদের শাসন প্রক্রিয়াই দায়ী অর্থাৎ এইসব সমস্যা প্রকৃতপক্ষে শাসনতান্ত্রিক বা সাংবিধানিক সমস্যা। এই সংকট থেকে বের হতে হলে, শাসনতন্ত্র বা সংবিধানটাই ঠিক করতে হবে।’

আর সংবিধান বা শাসনতন্ত্র ঠিক করার সবচেয়ে শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য পথ হলো সংবিধান সভা গণপরিষদ নির্বাচন করা। এজন্য দলটি গণপরিষদ নির্বাচনকেই তাদেরে রাজনৈতিক লক্ষ্য হিসাবে নির্ধারণ করেছে, বলেও জানানো হয়।

সংগঠনের ঘোষণাপত্রে ৩ দফা প্রস্তাব তুলে ধরা হয়। প্রস্তাবে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ক্ষমতাকাঠামো রদবদল করে ‘রাষ্ট্র পরিচালনার মূলনীতি’ অংশ বাস্তবায়নের লক্ষ্যে গণপরিষদ (সংবিধান সভার) নির্বাচন করা। গণপরিষদ (সংবিধান সভা) নির্বাচনের জন্য আন্দোলনকারী সকল রাজনৈতিক দল, সংগঠনের সমন্বয়ে একটি অন্তর্র্বতী জাতীয় সরকার গঠন করা এবং অন্তর্বর্তী জাতীয় সরকার গঠনের জন্য বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করা

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

আত্মপ্রকাশ গণপরিষদ আন্দোলন নতুন দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর