Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থায়ী জামিন পেলেন ভোরের পাতার সম্পাদক এরতেজা

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২২ ১৩:২১

ঢাকা: জালিয়াতি ও প্রতারণা মামলায় গ্রেফতার দৈনিক ভোরের পাতার সম্পাদক ড. কাজী এরতেজা হাসানের স্থায়ী জামিনের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালত এ আদেশ দেন।

গত ১ নভেম্বর রাতে গুলশান-২-এর অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর ২ নভেম্বর এরতেজা হাসানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৭ নভেম্বর আদালত তাকে ধার্য তারিখ পর্যন্ত জামিন দেন। এদিন মামলাটির তারিখ ধার্য ছিল। কাজী এরতেজা হাসান আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার স্থায়ী জামিনের আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা পিবিআই প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য আদালত আগামী ১ জানুয়ারী প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেন।

জানা যায়, চলতি বছরের ১০ জানুয়ারি রাজধানীর খিলক্ষেত থানায় একটি জালিয়াতি ও প্রতারণার মামলা হয়। ওই মামলায় তদন্ত করে পিবিআই (কল্যাণপুর টিম)। তদন্তে জালিয়াতি ও প্রতারণার সত্যতা পাওয়ায় এরতেজা হাসানকে গ্রেফতার করা হয়েছে।

আশিয়ান গ্রুপের পরিচালক নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা করেছিল।

এ মামলার অন্যান্য আসামিরা হলেন- আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সি।

উল্লেখ্য, কাজী এরতেজা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস টাইমের সম্পাদক।

সারাবাংলা/এআই/ইআ

ড. কাজী এরতেজা হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর