Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাচাই-বাছাইয়ের পর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়নোর সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২২ ১৭:৩৪

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) বিইআরসি। এখনই এ বিষয়ে সিদ্ধান্ত আসছেনা জানিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে বিইআরসি পর্যালোচনা করছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর ডিপিডিসির আওতাভুক্ত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার কথা উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর বেশিরভাগ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ভূর্গভস্থ করা হবে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ধানমন্ডি এলাকার বিদ্যুৎ বিতরন ব্যবস্থা পুরোপুরি আন্ডারগ্রাউন্ড করা হবে। আর ৫ থেকে ৬ বছরের মধ্যে রাজধানী ঢাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বড় অংশ আন্ডারগ্রাউন্ড করা হবে।

এ সময় জ্বালানি সরবরাহ নিয়েও কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি বলেন, জ্বালানি সরবরাহ বাড়াতে এরইমধ্যে ব্রুনাই, কাতার এবং সৌদি আরবসহ বিভিন্ন দেশের সংগে আলোচনা চলছে। আগামী বছরেও যেন লোডশেডিং না হয় সেই চেষ্টা করছে সরকার।

লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার যে প্রভাব সেটা অস্বীকার করার উপায় নেই। এই পরিস্থিতিতে থেকেও আমরা জন সাধারনের ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা করবো।

সারাবাংলা/জেআর/ইআ

বিদ্যুতের দাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর