Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে খুনের দায়ে দম্পতির যাবজ্জীবন

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২২ ২১:৪০

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের মীরসরাই উপজেলায় প্রতিবেশীকে খুনের দায়ে এক দম্পতিকে এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সেলিম মিয়া এ রায় দেন।

দণ্ডিত নুর মোহাম্মদ ও তার স্ত্রী রহিমা বেগম মীরসরাই উপজেলার বর্তমানে জোরারগঞ্জ থানা এলাকার বাসিন্দা। ১৭ বছর আগে হত্যাকাণ্ডের পর তারা গ্রেফতার হলেও জামিনে গিয়ে বর্তমানে পলাতক আছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সেকান্দর আলী।

২০০৫ সালের ১২ ফেব্রুয়ারি আবুল কালামকে দা-বটি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে এই দম্পতির বিরুদ্ধে তৎকালীন মীরসরাই থানায় মামলা দায়ের হয়। এ মামলায় তদন্তকারী কর্মকর্তার দাখিল করা অভিযোগপত্রে বলা হয়, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ঝগড়া বাঁধিয়ে তারা আবুল কালামকে খুন করেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সেকান্দর আলী সারাবাংলাকে জানান, পুলিশ দুজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেছিলেন। অভিযোগ গঠনের পর আদালতে ছয়জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে এ রায় দেন। দণ্ডিত পলাতক আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।

সারাবাংলা/আরডি/একে

যাবজ্জীবন হত্যাকাণ্ড

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর