আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই: ফারুক খান
২ ডিসেম্বর ২০২২ ২২:৫২
গাজীপুর: বিএনপিকে উদ্দেশ্যে করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্যর কর্নেল (অব.) ফারুক খান বলেন, ‘সম্মেলনের নামে আওয়ামী লীগকে ভয় দেখাবেন না। কারণ আওয়ামী লীগ জানে কিভাবে সম্মেলন করতে হয়। কিভাবে নির্বাচনে বিজয়ী হওয়া যায়।’
শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর টঙ্গী কলেজগেইট এলাকায় টঙ্গী সরকারি কলেজের মাঠে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মেলন কমিটির আহ্বায়ক মতিউর রহমান মতি।
ফারুক খান আরও বলেন, ‘আজকের সম্মেলন প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।’
এর আগে, শুক্রবার দুপুরের পর থেকেই মিছিলে মিছিলে পরিপূর্ণ হয়ে যায় টঙ্গী সরকারি কলেজের মাঠ। টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি পদে ১২ জন ও সাধারণ সম্পাদক পদে ২৫ জন এবং অপর দিকে পশ্চিম থানায় সভাপতি পদে ৭ জন ও সাধারণ সম্পাদক পদে ১৬ জন প্রার্থী ঘোষণা করেন। সম্মেলনে দ্বিতীয় অংশে টঙ্গীর দুইটি থানায় আওয়ামী লীগের কমিটি স্থগিত রাখা হয়। এতে নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।
নেতাকর্মীরা জানান, প্রায় ১৯ বছর পর থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে কমিটি ঘোষণা না করে উল্টো স্থগিত রাখা হয়েছে। নেতাকর্মীরা উৎসাহ হারিয়ে ফেলেছে।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, ‘টঙ্গীর দুইটি থানায় আজ আমরা কমিটি ঘোষণা দেইনি। গত ১৯ নভেম্বর গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি শেষে সকলের মতের ভিত্তিতে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় কমিটি ঘোষণা করা হবে।’
এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন্নার ভুইয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডলসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সারাবাংলা/এনএস