সাগরে লঘুচাপের পূর্বাভাস, কমছে দিন ও রাতের তাপমাত্রা
৩ ডিসেম্বর ২০২২ ১১:০৫
ঢাকা: সাগরে একটি লঘুচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী সোমবার (৬ ডিসেম্বর) দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় লঘুচাপটি সৃষ্টি হতে পারে। এদিকে সারাদেশে শীতও অনুভূত হচ্ছে। কমতে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা।
শনিবার ( ৩ ডিসেম্বর) আবহাওয়ার নিয়মিত পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। এই সময়ে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙায় রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। তবে সারাদেশে কোনো বৃষ্টি হয়নি এবং এর পূর্বাভাসও নেই। তবে আগামী তিন দিনের মাথায় গিয়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার সেনপটিক অবস্থা বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত।
সারাবাংলা/জেআর/এমও