Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে: পরিকল্পনা মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২২ ১৫:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

সুনামগঞ্জ: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘সারাবিশ্বে মূল্যস্ফীতি কমে আসছে। গত তিনমাসে বাংলাদেশেও মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আশা করি ডিসেম্বর মাসে আরও কমবে। সার্বিকভাবে দেশে মূল্যস্ফীতি পরিস্থিতি ভালো আছে।’

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দু’দিনব্যাপী জেলা স্টেডিয়ামে কুস্তি খেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘টাকা থাকলেই অপচয় করা যাবে না। দেশে ডলার সংকট নয়, ঘাটতি আছে। নতুন বছরের মার্চ কিংবা এপ্রিলে দেশে ডলারের ঘাটতি থাকবে না।’

এসময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পৌরসভার মেয়র নাদের বখত, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদার রেজা চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

দুই দিনের কুস্তি প্রতিযোগিতা সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলার ৫টি টিম অংশ নিয়েছে।

সারাবাংলা/এমও

পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর