Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলের জালে ধরা পড়া অজগর কাপ্তাই উদ্যানে অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২২ ১৫:৩৮

রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের অরণ্যে একটি অজগর অবমুক্ত করেছে বনবিভাগ। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ১৫ ফুট ৩ ইঞ্চি দৈর্ঘ্যের অজগরটি অবমুক্ত করা হয়েছে। অজগরটির ওজন প্রায় ১৭ কেজি হবে বলে জানিয়েছে বনবিভাগ।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, শুক্রবার কাপ্তাই হ্রদে জেলেরা মাছ ধরতে গেলে জেলেদের জালে অজগরটি ধরা পড়ে। খবর পেয়ে কাপ্তাই বন বিভাগের সদস্যরা অজগরটি উদ্ধার করে নিয়ে আসে।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে বনকর্মীরা অজগরটি জাল মুক্ত করে প্রাথমিক চিকিৎসা শেষে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করেছে।

প্রসঙ্গত, বন বিভাগের উদ্ধারকৃত বেশ কয়েকটি অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণী কাপ্তাই জাতীয় উদ্যানের অরণ্যে অবমুক্ত করা হয়।

সারাবাংলা/এমও

অজগর অবমুক্ত কাপ্তাই উদ্যান

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর