Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলের বদলে মাটি কাটতে এসে প্রাণ গেল বাবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২২ ২১:৫৩

দিনাজপুর: জেলার বিরামপুর উপজেলায় ছেলের বদলে কর্মসৃজন প্রকল্পের মাটি কাটতে এসে সড়ক দুর্ঘটনায় কামাল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বিরামপুর-কাটলা আঞ্চলিক মহাসড়কের হরিহরপুর মসজিদের পাশে এ ঘটনা ঘটে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেন।

নিহত কামাল হোসেন উপজেলার কাটলা ইউনিয়নের বেপারী পাড়া গ্রামের মনছের আলীর ছেলে।

স্থানীয় কাটলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য কাসেম উদ্দিন জানান, সম্প্রীতি কর্মসৃজন প্রকল্পের আওতায় ৪০ দিনের মাটি কাটার কাজ চলছিল হরিহরপুর মসজিদের পাশে। কামাল হোসেন আজ ছেলে পরিবর্তে কাজ করতে আসেন।

বিকেলে কাজ করার সময় হঠাৎ একটি মোটরসাইকেল এসে কামালকে ধাক্কা দেয়। এতে গুরুতর অসুস্থ হলে কামালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এনএস

বিরামপুর উপজেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর