বিমানবন্দরে হারিয়ে যাওয়া ৮ হাজার রিয়াল ফিরে পেলেন প্রবাসী
৩ ডিসেম্বর ২০২২ ২২:৪২
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই প্রবাসীর হারিয়ে যাওয়া ৮ হাজার রিয়াল উদ্ধার করে ফিরিয়ে দিল বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (৩ ডিসেম্বর) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জিয়া।
তিনি জানান, যাত্রী নয়ন দেওয়ান (৩৪) ২৮ আগস্ট ওমরা হজ করার জন্য দুবাই হয়ে সৌদি আরব যান। তিনি বিমানবন্দরের আনুষ্ঠানিকতার শেষ পর্যায়ে ১১ নম্বর বোর্ডিং ব্রিজে ফাইনাল চেকিংয়ের সময় ভুল করে তার একটি ব্যাগ ফেলে যান। কিন্তু একই ফ্লাইটের আলামিন নামের এক যাত্রী ব্যাগটি পেয়ে নিজের সঙ্গে নিয়ে বিমানে উঠে যান। এর পর নয়ন দেওয়ান ওমরা শেষ করে বিমানবন্দরে একটি অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যায়।
জিয়াউল হক আরও জানান, পরে আলামিনকে শনাক্ত করে তার সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথমদিকে আলামিন অসহযোগিতা ও কালক্ষেপণের চেষ্টা করেন। এর পর আলামিনের বাড়ির ঠিকানা সংগ্রহ করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। এক পর্যায়ে আলামিনের পরিবারকে বোঝানো হলে তারা নয়ন দেওয়ানের হারিয়ে যাওয়া টাকা ফেরত দিতে সম্মত হয়। সেই ধারাবাহিকতায় আলামিনের বাবা শনিবার সকালে আমাদের অফিসে এসে নয়ন দেওয়ানের কাছে তার টাকা বুঝিয়ে দেন।
এদিকে টাকা ফিরে পেয়ে নয়ন দেওয়ান সারাবাংলাকে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে প্রবাসে থাকি। বন্ধুরা মিলে ওমরা হজের পরিকল্পনা করেছিলাম। সেই পরিকল্পনা অনুযায়ী সৌদি আরব যাত্রার সময় শাহজালাল বিমানবন্দরে ৮ হাজার রিয়াল হারিয়ে ফেলি। পরে সৌদিতে গিয়ে বন্ধুদের কাছ থেকে ধার করে ওমরা হজ করতে হয়। এর পর বিমানবন্দরে এসে আমি এপিবিএন অফিসে লিখিত অভিযোগ দিই। অভিযোগ দেওয়ার তিন মাস পর আমি আমার হারিয়ে যাওয়া রিয়াল ফেরত পেলাম। সেজন্য বিমানবন্দর এপিবিএনকে ধন্যবাদ।’
সারাবাংলা/এসজে/পিটিএম