বিএনপি’র দাবি টুকু-নয়ন আটক, পুলিশ বলছে জানা নেই
৪ ডিসেম্বর ২০২২ ০০:০৪
ঢাকা: রাজশাহীর বিভাগীয় গণসমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে রাজধানীর আমিন বাজার থেকে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে দাবি বিএনপি’র। তবে পুলিশ বলছে, ওই নামে কাউকে আটকের খবর তাদের জানা নেই।
শনিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিএনপির মিডয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শামসুদ্দিন দিদার সারাবাংলাকে বলেন, রাজশাহীর গণসমাবেশে শেষে ঢাকায় ফেরার পথে আমিন বাজার থেকে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাভেদ হাসান স্বাধীন এবং টুকুর ব্যক্তিগত সহকারী মোখলেসুর রহমানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, ‘সরকার আমাদের ১০ ডিসেম্বরের গণসমাবেশকে কেন্দ্র করে উন্মাদ ও হিংস্র হয়ে উঠেছে। এই সরকারের অত্যাচার এবং অবিচার এমন পর্যায়ে চলে গেছে যে, সেখান থেকে দেশবাসীকে মুক্ত করতে হলে প্রয়োজন একটি গণঅভ্যুত্থান।’
এদিকে যুবদল নেতাদের আটকের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য যোগাযোগ করা হলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদ সারাবাংলাকে বলেন, ‘যাদের কথা বলছেন তাদের কাউকেই গ্রেফতার বা আটকের খবর আমার জানা নেই। কোনো টিম তাদের নিয়ে থাকলে খোঁজ নিয়ে জানাতে হবে।’
সারাবাংলা/এজেড/পিটিএম