Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাচার বাড়ি বেড়াতে এসে তরুণীর রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২২ ১১:৪২

নরসিংদী: নরসিংদী পৌর শহরের ব্যাংক কলোনি এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুরভী আক্তার (২৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, শনিবার দুপুরে ওই বাসায় বেড়াতে এসেছিল সুরভী। শনিবার দিবাগত রাতের কোনো একসময় এই ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

নিহতের স্বজনরা জানায়, কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মৃত সোহেল মিয়ার মেয়ে সুরভী গতকাল শনিবার দুপুরে তার দূর সম্পর্কের চাচা বাহাদুর মিয়ার বাসা নরসিংদীর ব্যাংক কলোনিতে বেড়াতে আসে। ভোরে চাচা বাহাদুর নিজেই তরুণীর ফাঁস নিয়ে আত্মহত্যার বিষয়টি নিহতের বাড়িতে ফোন করে জানায়।

পরে স্বজনরা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।

নরসিংদী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঞা জানান, বাড়ির মালিক তরুণীর দূর সম্পর্কের চাচা বাহাদুর পলাতক। আসল ঘটনা ময়নাতদন্তের পর জানা যাবে।

সারাবাংলা/এমও

চাচার বাড়ি রহস্যজনক মৃত্যু

বিজ্ঞাপন

ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক
১২ এপ্রিল ২০২৫ ২১:০৪

আরো

সম্পর্কিত খবর