Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদার বাসার সামনে থেকে চেক পোস্ট সরিয়ে নিন, টুকুর খোঁজ দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২২ ১৩:০৫

ঢাকা: গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার সামনে থেকে পুলিশি চেকপোস্ট সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর খোঁজ তিনি।

রোববার (০৪ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘অনিবার্য পতন ঠেকাতে এই মাফিয়া সরকার জ্ঞানশূন্য হয়ে পড়েছে। কী যে করবে তার দিশা পাচ্ছে না। রক্তচোখের আগুনমাখা গণমানুষের বজ্রনিনাদে ভয়-আতংকে থর থর করে কাঁপছেন সরকারের মন্ত্রী-নেতারা। তারা চোখে সর্ষে ফুল দেখছেন।’

রিজভী বলেন, ‘সারাদেশে বিএনপির গণসমাবেশগুলোতে ঘর-দুয়ার ছেড়ে আসা ভয়হীন মানুষের অভাবনীয় প্লাবন অবলোকন করে নিপীড়ক শেখ হাসিনা এখন ভয়ংকরভাবে সন্ত্রস্ত। সর্বাধিক জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনে সেই বালির ট্রাকের কায়দায় চেকপোস্ট-বেরিকেড দিয়ে পুলিশ অবরোধ করে রেখেছে। এটি দেশনেত্রী ওপর নির্যাতনের আরেকটি নতুন মাত্রা।’

তিনি বলেন, ‘রাজশাহীর সমাবেশ থেকে ফেরার পথে আমিনবাজার থেকে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, নুরুল ইসলাম নয়নসহ যুবদলের নেতাদের তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ। তুলে নিয়ে যাওয়ার পরও তাদের কোনো খোঁজ দেয়নি। মারাত্মক প্রতিশোধে নেমেছে আওয়ামী সরকার। ১০ই ডিসেম্বর নয়াপল্টনের জনসমাবেশকে বানচাল করার জন্য সরকারের পক্ষ থেকে অন্তর্ঘাতমূলক কাজে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।’

রিজভী বলেন, ‘কর্তৃত্ববাদী সরকারের সিংহাসন নড়ে উঠাতে ওরা হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে পড়েছে। টেন্ডারবাজী, চাঁদাবাজী, টাকা পাচার ও ভূমি দখলের মতো অপরাধগুলোর সাথে জড়িত থাকার কারণে তারা ক্ষমতা ছাড়তে চায় না। অবৈধভাবে অর্থভিত্তের মালিক হওয়ায় ওরা আগামী দিনের বিচারের হাত থেকে বাঁচতেই ক্ষমতা আকড়ে রেখেছে। তাই ১০ই ডিসেম্বর নয়াপল্টনের সমাবেশকে শেখ হাসিনা নিরাপদ মনে করছে না।’

আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে চেকপোস্ট ও বেরিকেড বসানোর প্রতিবাদ জানাচ্ছি এবং সেগুলো প্রত্যাহারের জোর আহ্বান জানাচ্ছি। আমি কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দীন টুকু ও সহ-সভাপতি নয়নকে কোথায় রাখা হয়েছে তার খোঁজ দিয়ে তার পরিবারের কাছে হাজির করার আহ্বান জানাচ্ছি- বলেন রিজভী।

সারাবাংলা/ এজেড

খালেদার বাসার সামনে থেকে চেক পোস্ট সরিয়ে নিন টুকুর খোঁজ দিন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর