Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জঙ্গি সরকারের মধ্যেই: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২২ ১৪:৩৫

ঢাকা: নির্বাচন আসলেই সরকার জঙ্গি নাটক শুরু করে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নির্বাচন আসলেই জঙ্গি নাটক শুরু করে সরকার। পুলিশ জঙ্গি ধরতে গিয়ে পায় না। জঙ্গি পাবে কীভাবে? জঙ্গিতো সরকারের মধ্যেই।

রোববার (৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি (আ স ম আবদুর রব) কাউন্সিলে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশের জনগণ পরিবর্তন চায়। তাই আমরা যে যুগপৎ আন্দোলন করছি সেই আন্দোলনে, লড়াইয়ে আমাদের জিততে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করতে হবে।

এময় তিনি বলেন, সংবিধান পরিবর্তন করতে হবে। এই সংবিধান দিয়ে রাষ্ট্র চলতে পারে না।

তিনি বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকার দেশের মধ্যে যখন লুটতরাজ জুলুম নির্যাতন শুরু করেছিল। তখন জাতীয় সমাজতান্ত্রিক দল প্রতিবাদের ঝান্ডা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল। আজও জাসদ ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। জাসদ জনগণের রাজনীতি করে। ন্যায় দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে।

বিএনপি মহাসচি বলেন, সরকারের সময় যত ঘনিয়ে আসছে ততই জুলুম, নির্যাতন, অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। তাদের পেটুয়া বাহিনী দিয়ে জনগণের ওপর এবং বিরোধী দলের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে।

কাউন্সিলে সভাপতিত্ব করেন আ স ম আবদুর রব। বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরু, জাসদের ভাইস প্রেসিডেন্ট তানিয়ার রব অসাধারণ সম্পাদক এডভোকেট সানাউল হক।

সারাবাংলা/এ এইচ এইচ /এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর