Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার সমাবেশ সবচেয়ে শান্তিপূর্ণ হবে: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২২ ১৫:৫৩

ঢাকা: ঢাকার বিভগীয় গণসমাবেশ ‘সবচেয়ে শান্তিপূর্ণ’ হবে বলে আশ্বস্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (০৪ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আশ্বাস প্রদান করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খুব পরিষ্কার করে একটা কথা বলতে চাই আপনাদের (মিডিয়া) মাধ্যমে। ঢাকার সমাবেশ সবচেয়ে সফল শান্তিপূর্ণ সমাবেশ হবে। সুতরাং সরকারকে অনুরোধ করব, অযথা এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে অস্থিরতা সৃষ্টি করবেন না। দেশে কোনো অস্থিরতা সৃষ্টি করলে তার দায়-দায়িত আপনাদের নিতে হবে। আমরা ৯টা সমাবেশ যেভাবে করেছি, সেভাবে শান্তিপূর্ণ সমাবেশ করার সক্ষমতা আমাদের আছে বলে আমরা মনে করি।’

তিনি বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের ওপর আক্রমণ চালিয়ে ক্ষমতাসীনদের পক্ষ থেকে অশান্তি সৃষ্টি করা হলেও, ইতোমধ্যে বিএনপি কেন্দ্রঘোষিত গণসমাবেশ কর্মসূচি ৯টি বিভাগীয় সদরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।’

‘আগামী ১০ই ডিসেম্বর ঢাকার সমাবেশ বানচাল করার জন্য সরকার যেন মরিয়া হয়ে উঠেছে। মন্ত্রী ও সরকারি দলের নেতাদের কথাবার্তায় ভারসাম্যহীনতার প্রভাব সুস্পষ্ট। ইতোমধ্যেই জনগণের নিকট সুষ্পষ্ট হয়েছে যে, সরকার একটি নাশকতামূলক পরিস্থিতি তৈরি করতে চায়। কিন্তু সরকারের এতে কোন লাভ হবে না। জনগণ দিবালোকের মতোই সবকিছু অবলোকন করছে’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘১০ ডিসেম্বর পল্টনে বিএনপির গণসমাবেশকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের পেছনে পুলিশ লেলিয়ে দিয়েছে অবৈধ সরকার। অন্যান্য বিভাগীয় সমাবেশেও পুলিশ গ্রেফতার ও হয়রানী করেছে, পথে পথে বাধা দিয়েছে, যুবলীগ ও ছাত্রলীগ সহিংস রক্তাক্ত আক্রমণ চালিয়েছে। তারপরও জনতার স্রোত ঠেকাতে পারেনি।’

মির্জা ফখরুল বলেন, ‘সকল বাধা বিপত্তি প্রতিহত করে মানুষ নদী সাঁতরে ভেলায় ভেসে এসেছে। খালি পেটে নগ্ন পায়ে মাইলের পর মাইল পায়ে হেঁটে মানুষ এসেছে। নৌকা ও ট্রলারে দীর্ঘ নদী পথ অতিক্রম করে সমাবেশ স্থলে এসেছে। মাইলের পর মাইল সাইকেল চালিয়ে এসেছে। সমাবেশ শুরু হওয়ার ২/৩ দিন আগে থেকে মানুষ সমাবেশস্থলের আশপাশে তাবু খাটিয়ে রাত্রি যাপন করেছে। মানুষের সম্মিলিত ইচ্ছার কাছে স্বৈরাচারি ইচ্ছা সবসময় পরাজিত হয়েছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা অবদুস সালাম, আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কৃষক দলের সভাপতি হাজান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

সারাবাংলা/ এজেড

ঢাকার সমাবেশ সবচেয়ে শান্তিপূর্ণ হবে: মির্জা ফখরুল


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সালমান শাহ্‌কে হারানোর ২৮ বছর
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৪

সম্পর্কিত খবর