Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে বজ্রপাতে স্কুল ছাত্রসহ নিহত ৩


৩০ এপ্রিল ২০১৮ ১৫:৫১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি বজ্রপাতের ঘটনায় এক স্কুলছাত্রসহ তিন জনের মৃত্যু হয়েছে। এরা হচ্ছেন- হাসেম মোল্লা (১৭), রফিকুল ইসলামের (৩৩)  ও ফরহাদ হোসেন (১৪)।

সোমবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, তারাব পৌরসভার তেঁতলাবের একটি স্কুল থেকে ফেরার সময় দুপুর ১টার দিকে বজ্রপাতে সপ্তম শ্রেণির ছাত্র ফরহাদ হোসেন মারা যায়।  তার বাবার নাম জলিল খান। ফরহাদ তেতলাব আদর্শ বিদ্যানিকেতনের ছাত্র ছিলো।

সোমবার দুপুরে অপর ঘটনা ঘটে উপজেলার ভোলাব বন্দের বাড়ি এলাকায়। এতে হাসেম মোল্লা ও রফিকুলের মৃত্যু হয়।

হাসেম মোল্লা ভোলাব ইউনিয়নের কামাল মোল্লার ছেলে।  রফিকুল ইসলাম একই এলাকার নুরুল হকের ছেলে। রফিকুল ইসলাম ভোলাব ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আহাম্মেদ জানান, দুপুর পৌনে ১টার দিকে প্রচণ্ড বেগে ঝড় শুরু হলে ঘন ঘন বজ্রপাত হতে থাকে। বাড়ি থেকে বের হয়ে কাজের উদ্দেশ্যে মাঠে গেলে বজ্রাঘাতে হাসেম মোল্লা ও রফিকুল ইসলামের মৃত্যু হয়।

বজ্রপাতে দুইজনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলেও জানান এসআই সাব্বির আহম্মেদ।

সারাবাংলা/এআর/এমআইএস

প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর