যৌন হয়রানির অভিযোগ, জবি শিক্ষকের বহিষ্কার দাবিতে মানববন্ধন
৩০ এপ্রিল ২০১৮ ১৫:৫২
।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।
জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের ওই বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল হালিম প্রামাণিকের বহিষ্কার দাবি করেছে সাধারণ শিক্ষার্থীরা।
এই দাবিতে সোমবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সামনে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন থেকে তারা ৬টি দাবি তুলে ধরেন। এর মধ্যে ফের তদন্ত কমিটি গঠন, অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার, দুই ছাত্রীকে ভয়-ভীতি দেখানো ও হয়রানি বন্ধ করা, সব ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আগামী ৩ মে’র মধ্যে প্রশাসনের সুস্পষ্ট বক্তব্য দাবি করে শিক্ষার্থীরা।
গত বছরের ফেব্রুয়ারি মাসে আব্দুল হালিম প্রামাণিকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনার পর সাময়িকভাবে তাকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে তদন্ত কমিটি গঠন করা হয়। এর ৪ মাস পরে আবারও তদন্ত কমিটি গঠন করা হয়। দুই কমিটির দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যায়ের ৭৭তম সিন্ডিকেট সভায় ওই শিক্ষকে কেবল তিরস্কার করা হয়।
সারাবাংলা/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook
আব্দুল হালিম প্রামাণিক জগন্নাথ ইউনিভার্সিটি মানববন্ধন যৌন হয়রানি হয়রানি