Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ভালো আছি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২২ ২০:৩৩

টিপু মুনশি

রংপুর: বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের মানুষ ভালো আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে রংপুরে দু’দিনের সফরে এসে সার্কিট হাউজে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

এ বিষয়ে টিপু মুনশি বলেন, ‘ডলারের বিপরীতে দেশে টাকার দাম কমলেও মন্ত্রণালয় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের মানুষ ভালো আছে।’

তিনি আরও বলেন, ‘দেশের অস্বচ্ছল এক কোটি পরিবারকে মূল্যে টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি অব্যহত রাখা হয়েছে। এছাড়া আসন্ন রমজানকে কেন্দ্র করে পণ্যের দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ীরা বিশেষ আমদানির ব্যবস্থা করা হয়েছে।’

এ সময় রংপুর জেলার সদ্য নিযুক্ত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর