জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর দায় রয়েছে: র্যাব
৫ ডিসেম্বর ২০২২ ১৬:০৪
ঢাকা: গত ২০ নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে আনসার আল ইসলামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তাদের সহযোগীরা। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায় এড়াতে পারে না বলে মনে করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, জঙ্গিদের পালিয়ে যাওয়ার পেছনে আমাদের দায়বদ্ধতা রয়েছে। একইভাবে তাদেরকে আইনের আওতায় আনতে কাজ করছি। র্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীও কাজ করছে।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি জানান, পলাতক এই জঙ্গিদের গ্রেফতারে পুলিশের বিভিন্ন ইউনিট ও র্যাবসহ সব আইন প্রয়োগকারী সংস্থা কাজ করছে। এখন পর্যন্ত আমাদের কাছে বেশ কিছু তথ্য আছে। এ ছাড়া র্যাব জঙ্গিদের ক্ষেত্রে প্রথমে যেটা করে থাকে, সেটা হচ্ছে- তাদের পূর্বের অপারাধ কার্যক্রম পর্যালোচনা করে।
খন্দকার আল মঈন বলেন, ‘আমাদের কাছে যদি পূর্বের তথ্য থাকত, তাহলে পদক্ষপ নেওয়া অনেকটাই সহজ হতো। এ ছাড়া তাদের পালিয়ে যাওয়াটা রোধ করা যেত। এর পাশাপাশি আমরা মনে করি, এসব ক্ষেত্রে সবার সম্মনিত উদ্যোগ, শুধু আইন-শৃঙ্খলা বাহিনী না। এখানে কারাগার ও গোয়েন্দা সংস্থা আছে, সবাই মিলে যদি সম্মনিত উদ্যোগ নেওয়া হয়। তাহলে এ ধরনের ঘটনা রোধ করা যাবে।’
২০১৪ সালে জঙ্গি ছিনতায়ের ঘটনা মনের করিয়ে দিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘সেই ঘটনায় আইন-শঙ্খলা বাহিনীর সদস্য নিহত হয়েছিলেন। তার অনেকদিন পরে এই ঘটনা ঘটল। র্যাব সব সময় নজরদারির মধ্যে রেখেছে। সব সময় ওটা নিয়ে কাজ করছি।’
ছিনতাই করা জঙ্গিরা দেশে আছেন না, দেশ ছেড়ে গেছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা এখনো বলা যাচ্ছে না। আমরা কাজ করছি। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তি মাধ্যমে পর্যালোচনা করে, তাদের অবস্থান শনাক্তে কাজ করছি। এর আগে আনসার আল ইসলামের পাঁচ জঙ্গিকে গ্রেফতার করে র্যাব।’
১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে র্যাবের ভূমিকার বিষয়ে জানতে চাইলে আল মঈন বলেন, ‘র্যাব একটি এলিট বাহিনী। মূলত আমরা জঙ্গি, সন্ত্রাসী, নাশকতাকারী এবং বড় বড় অপরাধ নিয়ে কাজ করি। রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। নাশকতা সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা নিয়ে কাজ করা হবে।’
সারাবাংলা/ইউজে/ইআ