Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়লার গাড়ি ভাংচুরের মামলায় রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২২ ১৮:৪৭

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাংচুরের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৫ ডিসেম্বর) সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন তোফাজ্জল হোসেনের আদালত গত বৃহস্পতিবার এ পরোয়ানা জারি করেন। একইসঙ্গে আগামী ২৯ মার্চ মামলার চার্জশুনানির তারিখ ধার্য করেন।’

বিজ্ঞাপন

পরোয়ানা জারি হওয়া অপর দুই আসামি হলেন- খন্দকার এনামুল হক ও কাজী রেজাউল হক।

জানা যায়, ২০১২ সালের ১২ সেপ্টেম্বর কাকরাইলের বিজয় নগরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর নেতৃত্বে ২০০/২৫০ জন লাঠি সোটা নিয়ে গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ির চালক আয়নাল বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন।

২০১৭ সালের ২৩ অক্টোবর মামলাটি তদন্ত শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পল্টন থানার সাব-ইন্সপেক্টর আনোয়ার হোসেন খান।

সারাবাংলা/এআই/পিটিএম

ময়লার গাড়ি ভাংচুর রিজভী

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর