ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র যুবককে কুপিয়ে হত্যা
৫ ডিসেম্বর ২০২২ ২৩:৩১
নারায়ণগঞ্জ: ফতুল্লায় মাদক সেবন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে মামুন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় নুরুনবী নামে আরও একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (৫ নভেম্বর) রাতে সদর উপজেলার ইসদাইর নুর ডাইংয়ের মাঠে এ ঘটনা ঘটে। মামুন পূর্ব ইসদাইর বুড়ি দোকান এলাকার বাবুল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল গ্রুপের কয়েকজন মিলে মাঠের নির্জন স্থানে মাদক সেবন করে। একই স্থানে নুরুনবী গ্রুপের লোকজন আড্ডা দিচ্ছিল। তাদের মাদক সেবনে বাধা দিলে দু’গ্রুপের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বাধে। সংঘর্ষে দু’জনকে কুপিয়ে জখম করা হয়। পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে ৩শ’ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নেয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করে আর নুরু নবীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
সারাবাংলা/পিটিএম