Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংবাদের বিশ্বাসযোগ্যতাই সারাবাংলার বড় অর্জন: গোলাম দস্তগীর গাজী

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২২ ১৭:৫২

ঢাকা: সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যকে মিথ্যা বা মিথ্যাকে সত্য বলে প্রচার করার কোনো প্রয়োজনীয়তা নেই। আর এ কাজটি না করা এবং সংবাদের বিশ্বাসযোগ্যতাই সারাবাংলার সবচেয়ে বড় অর্জন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সারাবাংলা-এর অর্ধযুগে পদার্পণ ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

রাজধানীর সেগুনবাগিচায় নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সারাবাংলা ডটনেট। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক।

এ সময় তার সঙ্গে ছিলেন গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা, ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আশরিয়া বাপ্পি, সারাবাংলা ডটনেট’র প্রকাশক বদরুল আলম খান, ব্যবস্থাপনা সম্পাদক এ এস এম রফিকউল্লাহ রোমেল, প্রধান বার্তা সম্পাদক রহমান মুস্তাফিজ, সারাবাংলার মহাব্যবস্থাপক (জি এম) মিয়া ফয়সাল হাসান, দৈনিক সারাবাংলার বার্তা সম্পাদক সুমন ইসলামসহ গণমাধ্যম ব্যক্তিত্ব ও সারাবাংলার সর্বস্তরের কর্মীরা।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘সারাবাংলার আজ যে সফলতা অর্জিত হয়েছে, তা সারাবাংলার কর্মীদের অবদানের কারণেই হয়েছে। কর্মীরা কাজ করেছেন বলেই সারাবাংলা আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছে বলে আমি মনে করি। গত পাঁচ বছরে সারাবাংলা যেভাবে পাঠকের আস্থা, বিশ্বাস ও গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছে সেজন্য আমি গর্ববোধ করছি। আমি আশা করব আগামীতেও সারাবাংলা পাঠকের আস্থা ও বিশ্বাস ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাবে।’

তিনি বলেন, ‘সারাবাংলার সবচেয়ে বড় পাওয়া পাঠকের বিশ্বাসযোগ্যতা অর্জন। সারাবাংলা সব সময় সত্যি কথা বলে, সঠিক তথ্য তুলে ধরে। আমি মনে করি সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরাই গণমাধ্যমের কাজ। আর সারাবাংলা সেই কাজটিই গত পাঁচ বছর ধরে অব্যাহতভাবে করে আসছে। তিনি আরও বলেন, আমি মনে করি সঠিক তথ্য তুলে ধরে জনমত ও জনসমর্থন আদায় করা যায়। সারাবাংলা কাউকে হেয় বা অসম্মান করে নেতিবাচক তথ্য ছড়ায় না। সারাবাংলা কখনো সাময়িক বাহাবা নেওয়ার জন্য ভুল বা অসম্পূর্ণ তথ্যও প্রকাশ করে না। যাচাই-বাছাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করে থাকে এই প্রতিষ্ঠানটি। আমি মনে করি এটিই সারাবাংলার বড় শক্তি।’

সংবাদকর্মীদের সঠিক খবর প্রকাশের আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘খবর প্রকাশের ক্ষেত্রে মিথ্যাকে সত্য বলা, সত্যকে মিথ্যা বলার কোন প্রয়োজন নেই। সারাবাংলা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যাই বলে আসছে। ভবিষ্যতে সারাবাংলা এই ধারা অব্যাহত রাখবে বলেই প্রত্যাশা।’

সারাবাংলার কর্মীদের উদ্দেশে প্রকাশক বদরুল আলম খান বলেন, ‘কালোকে কালো বলেন, সাদাকে সাদা। সাদা কালো মিক্সড করবেন না। এটি খুব গুরুত্বপূর্ণ।’

গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আশরিয়া বাপ্পি বলেন, ‘আমরা প্রথমে যখন সারাবাংলা শুরু করি, তখন নিউজ পোর্টালের চ্যালেঞ্জিং বিষয়টি সম্পর্কে সেভাবে ধারণা ছিল না। দেশ-বিদেশের পাঠকের কাছে সেভাবে আমরা পৌঁছুতে পারব কিনা সেই ভাবনা তখন কাজ করতো। আজ বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে সারাবাংলার কনটেন্ট পৌঁছে যাচ্ছে। এখন দেশের মানুষ তাদের হাতে থাকা মোবাইল ফোনে সারাবাংলার তথ্য খুব সহজেই পেয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘পাঁচ বছর আগে সারাবাংলা যখন যাত্রা শুরু করেছিল, তখনকার সময়ের চেয়ে এখন অনেক পরিবর্তন হয়েছে। এখন মানুষ কাগজের পত্রিকার চেয়ে অনলাইনে খবর পড়তে বেশি পছন্দ করে। যখন ঘটনা তখনই তা জানতে চায়, সেখানে সারাবাংলা প্রশংসনীয় ভূমিকা রাখছে।’

তিনি আরও বলেন, ‘কোনো রকমের চাপ ছাড়া সারাবাংলা সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করতে পছন্দ করে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে বাইরে থেকে কোনো ধরনের চাপ অনুভব করে না সারাবাংলা। সংবাদ প্রকাশের ক্ষেত্রে সারাবাংলাকে কেউ কোনো সিদ্ধান্ত দেয় না। এ বিষয়ে গণমাধ্যমটির ভূমিকা প্রশংসনীয়। ভবিষ্যতেও সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সারাবাংলা তাদের যাত্রা অব্যাহত রাখবে।’

সারাবাংলার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে কার্যালয়ে আসেন বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা। আসেন গণমাধ্যমের কর্মীরাও।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কমিটি, ঢাকা সাব এডিটরস কাউন্সিল (ডিএসইসি), বাংলাদেশ ন্যাপ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন, জিটিভি, গাজী গ্রুপসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা জানাতে সকালে সারাবাংলা কার্যালয়ে আসেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। সারাবাংলার প্রকাশককে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সারাবাংলার প্রকাশকের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। সংগঠনটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মো. ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপ কমিটির সহকারী সমন্বয়কারী শহিদুল ইসলাম কবির ও ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ মুহাম্মাদ ইলিয়াস হাসান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে আসেন নবনির্বাচিত কমিটির সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দফতর সম্পাদক কাওসার আজম, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, সদস্য এস এম মোস্তাফিজুর রহমান সুমন।

এছাড়াও বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারাবাংলার প্রকাশকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ।

প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে সারাবাংলার কার্যালয়ে আসেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন ফরাজী, সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী, সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়, কোষাধ্যক্ষ কবীর আলমগীর, কল্যাণ সম্পাদক জাফরুল আলম, নির্বাহী সদস্য নঈম মাশরেকি।

বেঞ্চমার্কপিআরর পক্ষে শুভেচ্ছা জানাতে আসেন সিনিয়র এক্সিকিউটিভ আল আমিন হোসাইন ও এক্সিকিউটিভ রেজওয়ান উর রহমান। আর ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সর পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে সারাবাংলা কার্যালয়ে আসেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনভর ফুলেল শুভেচ্ছা সিক্ত হয় সারাবাংলা।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাবাংলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রতিনিধি সম্মেলনও। সকাল ১০টা থেকে সারাবাংলার কনফারেন্স রুমে শুরু হওয়া এই সম্মেলন চলে বিকেল ৫টা পর্যন্ত। সারাবাংলা’র প্রধান বার্তা সম্পাদক রহমান মুস্তাফিজের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে জেলা প্রতিনিধিরা ছাড়াও সারাবাংলা’র যুগ্ম-বার্তা সম্পাদক প্রতীক মাহমুদ ও কবীর আলমগীর উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেআইএফ/ইএইচটি/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর