এইচএসসি পরীক্ষার্থী খুন: আসামি রকির দোষ স্বীকার
৬ ডিসেম্বর ২০২২ ১৮:০১
ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আশফাকুর রহমান চৌধুরী শাতিল (১৯) হত্যা মামলায় আসামি আব্দুল আজিজ রকি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত আসামির জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর মো. হানিফ আসামি রকিকে আদালতে হাজির করেন। এরপর রকি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
আগামী ৮ জানুয়ারি মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেন আদালত।
এর আগে, গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধ্যবাড্ডার ডিআইটি প্রজেক্টের ১৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে। নিহত শাতিলের চাচা হিল্লোল চৌধুরী জানান, সন্ধ্যায় শাতিল পড়তে বসেছিল। এ সময় বাইরে থেকে বন্ধুরা তাকে বারবার ফোন দেয়। একটু দেখা করে আসি, কি ঘটনা- এ কথা বলে শাতিল বের হয়। পরে খবর পাই ছুরিকাঘাতে সে খুন হয়েছে। হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। এ ঘটনায় শাতিলের বাবা গোলাম মনিরুজ্জামান বাড্ডা থানায় মামলা করেন।
সারাবাংলা/এআই/এনএস