Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকসই উন্নয়নের জন্য বেসরকারি খাতকে এগিয়ে আসার তাগিদ


৩০ এপ্রিল ২০১৮ ১৭:১৬

।। সারাবাংলা করেসপন্ডেন্ট।।

ঢাকা: টেকসই উন্নয়নের জন্য বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশে ৭৮ শতাংশ উন্নয়ন কাজ সম্ভব হয়েছে বেসরকারি খাতের কল্যাণে।

সোমবার (৩০ এপ্রিল) রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ্যাকশন এইড এর আয়োজনে টেকসই ভোগবাদ ও উৎপাদনে বেসরকারি খাতের ভূমিকা নিয়ে এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন বক্তারা।

আলোচনায় বক্তারা বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল কারণ ব্যবসায়িক ও উৎপাদনজনিত অগ্রগতি। বেসরকারি খাত জিডিপি’র অগ্রগতিতে ভূমিকা রেখেছে। একটানা ৬ শতাংশ থেকে বের হয়ে গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ ছাড়িয়ে যায়। এটি একটি বড় অর্জন বলে মনে করেন তারা।

বক্তারা বলেন, দেশে বেশিরভাগ গবেষণা প্রকাশনা একটি ধরণের মধ্য দিয়ে যাচ্ছে। ২০১১ সাল থেকে মোট ৬৭টি বাংলাদেশি আরএমজি কারখানা যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে শক্তি ও পরিবেশগত ডিজাইন (এলইইডি) সার্টিফিকেশন পেয়েছে, যা ভবিষ্যতে টেকসই উন্নয়নের উদাহরণ।

অনেক শিল্প-কারখানা ও বেসরকারি উদ্যোগ পরিবেশগত ঝুঁকিগুলোকে উপেক্ষা করছে। এই বিষয়গুলোর সমাধান ও নতুন উদ্যোগ নিতে বেসরকারি খাতকে এগিয়ে আসা উচিত বলে মনে করেন বক্তারা।

(সারাবাংলা/জেজে/জেএএম)

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর