Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ দিচ্ছে এডিবি

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২২ ১৯:৫৪

ঢাকা: ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ( ৬ ডিসেম্বর) এজন্য একটি ঋণ চুক্তি সই হয়েছে। এর আওতায় ২০ কোটি ডলার দেবে সংস্থাটি। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ২ হাজার কোটি টাকা।

চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) পক্ষে সচিব শরিফা খান এবং এডিবি’র পক্ষে কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং সই করেন। এছাড়া একটি প্রকল্প চুক্তিতে সই করেন এডিমিন গিন্টিং এবং পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার। ইআরডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইক্রোএন্টারপ্রাইজ ফাইনান্সিং অ্যান্ড ক্রেডিট এনহ্যান্সমেন্ট প্রজেক্টের আওতায় এ অর্থ ব্যয় করবে পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

আর্থিক প্রতিষ্ঠানের আওতায় পিকেএসএফ ক্ষুদ্র উদ্যোক্তাদের বিশেষ করে নারী উদ্যোক্তাদের এই ঋণ দেবে। এতে উদ্যোক্তাদের কাছে অর্থ প্রাপ্তি সহজ হবে। ২০২৭ সালের ডিসেম্বরে প্রকল্পটি শেষ হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

সারাবাংলা/জেজে/এনএস

এশীয় উন্নয়ন ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর