Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২০২৩ সালে ১ লাখের বেশি কর্মী নেবে রোমানিয়া’

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২২ ২৩:৫১

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ২০২৩ সালে বাংলাদেশ থেকে রোমানিয়া এক লাখের অধিক কর্মী নেবে বলে জানিয়েছেন। এসব কর্মী নেওয়া হবে নির্মাণ খাতে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, ‘অনেক দিন ধরে আমাদের লোক মধ্যপ্রাচ্যে যাচ্ছে। সুখবর হলো গত বছর থেকে রোমানিয়ায় আমাদের লোক যাওয়া শুরু হলো। রোববার (৪ ডিসেম্বর) আমাদের জানানো হয়েছে রোমানিয়া ২০২৩ সাল থেকে এক লাখের বেশি কর্মী নেবে নির্মাণ খাতে। আমাদের রাষ্ট্রদূত এ তথ্য জানিয়েছেন।’

তিনি বলেন, ‘রোমানিয়ার ভিসা পেতে হলে যেতে হয় দিল্লিতে। একই অবস্থা মালটা বুলগেরিয়াও হাঙ্গেরিতে। আমরা রোমানিয়ার সঙ্গে আলাপ করলাম। আমরা বলেছি, তোমরা ঢাকায় আসো। আমরা তোমাদের সব ব্যবস্থা করে দেব। তারা রাজি হলো।’

তিনি আরও বলেন, ‘২০২৩ সালে বাংলাদেশি কর্মী নিতে রোমানিয়ার কনস্যুলার টিম আবার ঢাকায় এসে সেবা দেবে। তারা ১৪ হাজার ভিসা দেয়। আমাদের লোক চলে গেছে। তারা নির্মাণ খাতে কাজ করছে।’

বাংলাদেশের পক্ষ থেকে বলা হলেও টাকার কারণে রোমানিয়া ঢাকায় কনস্যুলার খুলছে না বলে উল্লেখ করেন ড. মোমেন।

সারাবাংলা/এসবি/পিটিএম

কর্মী রোমানিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর