Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাবিবুন নবী খান সোহেলসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২২ ১৬:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর পল্টন থানার নাশকতার এক মামলায় বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেলসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীরর আদালত এই আদেশ দেন।

এদিন মামলাটির শুনানির জন্য ধার্য তারিখ ছিল। তবে আসামি হাবিবুন নবী খান সোহেলের পক্ষে তার আইনজীবীরা সময় আবেদন করেন। আদালত সময় আবেদন নাকচ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অপর ১২ আসামি গরহাজির থাকায় তাদের বিরুদ্ধেও আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর অবরোধ কর্মসূচি ছিল। বিকেল ৩টার দিকে হেফাজাতে ইসলামের ব্যানারে হেফাজতে ইসলাম ও জামায়াত-শিবির মতিঝিলের শাপলা চত্বরের দিকে যেতে থাকে। তারা সরকার বিরোধী স্লোগানসহ নাশকতামূলক কর্মকাণ্ড ঘটায়। পুলিশের ওপর চড়াও হয়ে হত্যার উদ্দেশ্যে ইটপাটকেলসহ ককটেলের বিস্ফোরণ ঘটায়।

বিজ্ঞাপন

ওই ঘটনায় পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর সঞ্চয় কুমার দাস ৬৯ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/এআই/এনএস

বিএনপি হাবিবুন নবী খান সোহেল