Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনোরকমে মাঠ উদ্বোধন করে ছাত্র বিক্ষোভের মুখে ফিরে গেলেন তাপস

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২২ ১৮:৫৯ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২২ ১৯:৫২

ঢাকা: পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (৭ ডিসেম্বর) সরকারি মাদ্রাসা-ই-আলিয়া সংলগ্ন ‘বকশিবাজার কেন্দ্রীয় মাঠ’ উদ্বোধন করার কথা ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নুর তাপসের। কিন্তু মাদরাসার ছাত্রদের বিক্ষোভের মুখে মাঠটি কোনোরকমে উদ্বোধন করেই এলাকা ত্যাগ করেন তিনি। জানা যায়, মাদরাসার ছাত্ররা নিজ প্রতিষ্ঠানের নামে এই মাঠের নাম রাখার দাবিতে বিক্ষোভ করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার মাঠ উদ্বোধনের অপেক্ষায় ছিল নতুন করে সৌন্দর্য বর্ধন করা বকশীবাজার আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠ। মেয়র শেখ তাপস আসার আগে থেকেই মাদরাসার ছাত্ররা বিক্ষোভ করতে শুরু করে। এ সময় তারা ‘আলিয়া মাঠ, আলিয়া মাঠ’ ‘এই মাঠ আমাদের’- বলে স্লোগান দিতে থাকে। পরে মেয়র এসে ভিত্তিপ্রস্তরের পর্দা উন্মোচনের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইট-পাটকেল ছোঁড়া ও চেয়ার ভাংচুর শুরু হলে কোনোরকমে পর্দা সরিয়েই দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন মেয়র। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর বিন আব্দাল আজিজ বলেন, ‘আলিয়া মাদ্রাসার ছাত্রদের সহিংস বিক্ষোভের মুখে কোনোরকমে মাঠ উদ্বোধন করে এলাকা ত্যাগ করেন মেয়র। এসময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি আহত হন।’ বিক্ষোভের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘মাঠের মালিকানা এখনও কারও নামে দেওয়া হয়নি। বিষয়টি আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে ছাত্ররা নিজেদের প্রতিষ্ঠানের নামে চাইলেই তো আর সেটি করা যায় না। মাঠের নামকরণের দায়িত্ব সিটি করপোরেশনের নয়। স্থানীয় সরকার আইন অনুযায়ী নিজ এলাকার সকল মাঠ উন্নয়ন ও দেখাশোনার দায়িত্ব সিটি করপোরেশনের। সেই অনুযায়ী এই মাঠের উন্নয়ন করা হয়।’

বিজ্ঞাপন

বকশিবাজার কেন্দ্রীয় মাঠ নামরকণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আদালত মালিকানা নির্ধারণ না করায় এলাকার নাম অনুযায়ী নাম দিয়ে উদ্বোধন করা হয়।’

বিক্ষোভের কারণ সম্পর্কে জানতে চাইলে আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ বলেন, ‘মাঠ উদ্বোধনের কথা তিনি আগে থেকে জানতেন না। চকবাজার থানার ওসি তাকে মাঠ উদ্বোধনের সময় ছাত্র বিক্ষোভের কথা জানান। মাঠের নাম পরিবর্তনের দাবিতে মাদরাসার হোস্টেলের ছাত্রদের সঙ্গে অন্যান্যরা যোগ দেয়।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের বলেন, ‘মাঠটি আলিয়া মাদরাসার নয়। বকশিবাজার এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় এখানে আর কোনো খেলার মাঠ নেই। এই মাঠটি দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় হওয়ায় আমরা এর উন্নয়ন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছি। যেন শুধু মাদরাসার ছাত্ররাই নয়, এলাকার অন্যান্যরাও এটি ব্যবহার করতে পারে।’

মাঠের মালিকানা কার জানতে চাইলে মাদরাসার অধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ বলেন, ‘মাঠটির প্রকৃত মালিক কারা অধিদফতর। ষাটের দশকে গণপূর্ত থেকে এটি মাদরাসাকে বরাদ্দ দেওয়া হয়। সেই থেকে সারাবছর মাদরাসার ছাত্ররা এটি ব্যবহার করলেও কারা কর্তৃপক্ষ মাদরাসার অনুমতি নিয়ে প্যারেড করে এখানে। কিন্তু ২০০৭/০৮ সালের দিকে মাঠের ব্যবহার নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে যায় দুই প্রতিষ্ঠান। সে সময় কারা কর্তৃপক্ষের প্যারেডের সময় মাদরাসারও একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এরপরই কারা কর্তৃপক্ষ মাঠটি ফেরত চায়। সেই থেকে মাঠের দখল নিয়ে মামলা চলমান।’

তিনি জানান, এরই মধ্যে দুই বছর আগে ডিএসসিসি মেয়র শেখ তাপস মাঠের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের আহ্বান জানালে সেই অনুযায়ী কাজ চলছিল। আজ উদ্বোধন বিষয়ে সিটি করপোরেশন থেকে তাকে কিছুই জানানো হয়নি। জানলে হয়ত ছাত্রদের আগে থেকেই নিয়ন্ত্রণ করা যেত।

সারাবাংলা/আরএফ/পিটিএম

বকশী বাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ অস্থায়ী আদালত ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মাঠ উদ্বোধন মেয়র তাপস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর