Friday 29 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মতিঝিল ও শাহজাহানপুর থানায় আরও ২টি মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২২ ১৫:১৭

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় মতিঝিল ও শাহজাহানপুর থানায় আরও দুটি মামলা করা হয়েছে। মতিঝিল থানার মামলায় ২৮ জন ও শাহজাহানপুরের মামলায় ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশের করা এই দুই মামলায় আরও ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে মতিঝিল বিভাগের উপ কমিশনার হায়াতুল ইসলাম খান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান ও বিস্ফোরক আইনে এসব মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার সকালের দিকে ডিসি বলেন, পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে একাধিক মামলা করবে। গতকালের সংঘর্ষের ঘটনায় এখনো বেশ কয়েকজন পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, একই ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়েছে। সেই মামলায় ৪৭০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া দেড় থেকে দুই হাজার নেতাকর্মীকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) নয়া পল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করলে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। বিএনপির অভিযোগ, পুলিশ নেতা-কর্মীদের ওপর অতর্কিত গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে একজন নিহত ও বহু নেতাকর্মী আহত হয়েছেন। আর পুলিশের দাবি, অবৈধ সমাবেশের তিনদিন আগে নেতাকর্মীরা চাল ও ডাল নিয়ে নয়াপল্টন এলাকা দখল করতে আসে। এর প্রেক্ষিতে বাধা দিতে গেলে নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায়। পাল্টা হিসেবে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে।

পরে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সংবাদ সম্মেলন করে জানায়, ১০ ডিসেম্বর বিএনপিকে কোনোভাবেই নয়াপল্টনে সমাবেশ করতে দেবে না ডিএমপি। অবৈধভাবে সমাবেশ করতে আসলে পুলিশ আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এনএস

বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর