নয়াপল্টনের ঘটনায় প্রতীকী অবস্থান ঢাবি সাদা দলের
৮ ডিসেম্বর ২০২২ ১৫:৩৭
ঢাবি: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রতীকী অবস্থান কর্মসূচি অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এ সময় নয়াপল্টনের ঘটনায় তদন্ত কমিটি করে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করে সাদা দল। ১২টার দিকে সাদা দলের নেতারা অপরাজেয় বাংলার পাদদেশে আসেন। শুরুতেই প্রায় ১৫ মিনিট মৌন অবস্থান শেষে বক্তব্য রাখেন নেতারা।
মৌন অবস্থান শেষে পল্টনের ঘটনায় নিন্দা জানিয়ে সাদা দলের আহ্বায়ক ড. লুৎফর রহমান বলেন, ‘নয়াপল্টনে হামলায় যারা দোষী, তাদের শাস্তির দাবি জানাই। নিশ্চয়ই সরকার তদন্ত কমিটি গঠন করে তাদের শাস্তির আওতায় আনবেন। এটিই ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল প্রত্যাশা করে।’
তিমি বলেন, ‘বিরোধী দলের যেকোনো কর্মসূচিতে সরকার অত্যন্ত গণতান্ত্রিক থাকবেন, তাদের সহযোগিতা কামনা করি। আগামী ১০ ডিসেম্বরের সমাবেশে সরকার সহযোগিতা করবেন, গণতান্ত্রিক আচরণ করবেন বলে আশা করি।’
সারাবাংলা/আরআইআর/এনএস