রসিক নির্বাচন: আ.লীগের বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
৮ ডিসেম্বর ২০২২ ১৫:৫৫
রংপুর: রংপুর সিটি করপোরেশনের (রসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবু মনোনয়ন প্রত্যাহার করেছেন।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের দিন দুপুর সাড়ে ১টার পরে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন জামান বাবু । এর আগে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুতফা ডালিয়া, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, সহ-সভাপতি আবুল কাশেমসহ শতাধিক নেতাকর্মীদের নিয়ে নির্বাচন কার্যালয়ে যান তিনি। এরপর রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেনের কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন তিনি।
এ বিষয়ে আতাউর জামান বাবু বলেন, ‘আগামী ২৭ ডিসেম্বর নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুতফা ডালিয়া বিজয়ী হবেন বলে আশা করছি।’
মনোনয়ন প্রত্যাহারের পর আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুতফা ডালিয়া বলেন, ‘বাবু আমার ছোট ভাই, সে একজন যোগ্য প্রার্থী। সে যেহেতু দীর্ঘদিন থেকে রাজনীতি করে আসছেন তারও নির্বাচন করা অধিকার আছে। যেহেতু দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাই বাবু আমার প্রতি সমর্থন রেখে মনোনয়ন প্রত্যাহার করেছে এ জন্য তাকে ধন্যবাদ।’
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বলেন, ‘আওয়ামী লীগ একটি বৃহৎ দল এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। বিদ্রোহী হয়ে যে প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন, তিনি আজকে মনোনয়ন প্রত্যাহার করায় প্রমাণ হলো আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল।’
উল্লেখ্য, ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/এনএস
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আতাউর জামান বাবু রংপুর সিটি করপোরেশন রসিক নির্বাচন