Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যতদিন নিরাপদ মনে হবে না ততদিন বন্ধ থাকবে নয়াপল্টন’

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২২ ১৬:০৬

নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে পুলিশ মোতায়ন করা হয়েছে, ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর নয়াপল্টন এলাকা যতদিন নিরাপদ মনে করবে না পুলিশ ততদিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, এমনকি সাংবাদিকরাও নয়াপল্টন এলাকায় প্রবেশ করতে পারবে না। তারা পুলিশ ব্যারিকেডের বাইরে থাকবেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনের সড়কে সাংবাদিকদের একথা বলেন বিপ্লব কুমার সরকার।

তিনি বলেন, ‘গতকাল বুধবার (৭ ডিসেম্বর) এই এলাকায় সন্ত্রাসী কার্যক্রমকে ঠেকিয়ে দিয়েছে পুলিশ। অসংখ্য বোমা উদ্ধার করা হয়েছে। চাল, ডাল ও লাকরি উদ্ধার করা হয়েছে। ককটেল বিস্ফোরণ হয়েছে। নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেছে। কাজেই এই এলাকা নিরাপদ নয়। আমরা যতদিন এই এলাকা নিরাপদ মনে করব না ততদিন এই এলাকা বন্ধ থাকবে। পুলিশ পাহারায় থাকবে।’

এক প্রশ্নের জবাবে বিপ্লব কুমার সরকার বলেন, ‘এই এলাকায় যত অফিস ও দোকানপাট রয়েছে। সেগুলো খোলা থাকবে। তবে তাদের প্রত্যেকের আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। আমরা মনিটরিংয়ের জন্য সিসিটিভি বসিয়েছি। সিসিটিভি দিয়ে আমরা সবকিছু দেখভাল করব।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো ক্রেতা এই এলাকায় প্রবেশ করতে পারবে না। দোকান পাট খোলা থাকবে। স্টাফরা যাতায়াত করতে পারবেন।’

এর আগে, বৃহস্পতিবার সকালের দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল এলাকায় সড়কের দুই পাশে ব্যারিকেড বসায় পুলিশ।

সারাবাংলা/ইউজে/এনএস

নয়াপল্টন বিএনপি

বিজ্ঞাপন

সাগরে লঘুচাপ, কমছে তাপমাত্রা
২৫ নভেম্বর ২০২৪ ১৩:৩৩

ঢামেকে অভিযানে ২১ দালাল আটক
২৫ নভেম্বর ২০২৪ ১৩:২০

আরো

সম্পর্কিত খবর