Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়তি নিরাপত্তায় নামানো হয়েছে ৫ হাজার আনসার

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২২ ১৭:১৫

ঢাকা: নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার পরে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এজন্য রাজধানীর প্রতিটি থানায় আনসার সদস্যদের মোতায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরের পর থেকে নয়াপল্টন থানার সামনে অবস্থান নেন আনসার সদস্যরা। নিরাপত্তার জন্য এই থানায় আনসার থেকে ৬০ সদস্যের একটি টিম আনা হয়েছে। এই টিমের সেকেন্ড ইন কমান্ড আফজাল হোসেন সারাবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আনসার সদর দফতর থেকে সাড়ে ৪০০ সদস্য ডিএমপির বিভিন্ন থানায় নিরাপত্তার কাজ শুরু করেছি। এছাড়া ময়মনসিং মানিকগঞ্জসহ আশপাশের রেজিয়ন থেকেও আনসার সদস্য আনা হয়েছে।’

নয়াপল্টন থানার সামনে গিয়ে দেখা যায়, অস্ত্র এবং নিজেদের থাকার জন্য ব্যাগ নিয়ে আসছেন আনসার সদস্যরা।

কতদিন এখানে থাকতে হবে জানতে চাইলে আফজাল হোসেন বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্তই প্রতিটি থানায় অবস্থান করব।’

তিনি বলেন, ‘আমাদের থাকার জন্য পাশেই একটি ভবনে ব্যবস্থা করা হয়েছে। সিটি করপোরেশনের কর্মকর্তারা আসলে আমাদের থাকার জায়গায় ব্যাটিংগুলো রেখে আসব।’

নাম প্রকাশ না করার শর্তে আনসার সদর দফতরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আগামী ১০ ডিসেম্বরের সহিংসতাকে কেন্দ্র করে ঢাকা সিটিতে পাঁচ হাজার আনসার সদস্য নামানো হয়েছে। তারা পরিবেশ স্থিতিশীলতা না আসা পর্যন্ত ডিএমপির ৫০টি থানাসহ বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবেন। পুলিশের সঙ্গে সমন্বয় করেই কাজ করবেন তারা।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এনএস

আনসার নয়াপল্টন বিএনপি

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর