Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ ডিসেম্বর দেশে বাস চলাচল স্বাভাবিক থাকবে: এনায়েত

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২২ ১৭:৩৮

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর। সমাবেশকে ঘিরে নানা রকমের আলোচনা থাকলেও এ দিন রাজধানীসহ শহরতলী এবং আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন। আজ সংগঠনটির সভাকক্ষে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বাস মালিকরা ওই দিন রাজধানীতে বাস চলাচল সীমিত করার দাবি জানিয়েছিল বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এনায়েত উল্যাহ বলেন, ‘সভায় গতকালের ঘটনায় বাস মালিকরা কিছুটা আতঙ্কিত। আজ সকালের দিকে রাজধানীর সড়কে কিছু বাস কম ছিল, তবে পরে সব বাস রাস্তায় নামে। অনেকেই আতঙ্ক প্রকাশ করে, কারণ রাজনৈতিক কর্মসূচিতে অনেক সময় বাস ভেঙে ফেলা হয়। এতে মালিকদের অনেক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। ঢাকা শহরে এমনো বাস মালিক আছেন, যাদের মাত্র একটি করে বাস। এই বাস দিয়েই তাদের সংসার চলে। তাই তারা আতঙ্কিত। আমরা এ সব বিষয় নিয়েই আজ বসেছিলাম।’

তিনি আরও বলেন, ‘বৈঠকে ঢাকা শহর, শহরতলী এবং আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত হয়েছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের গাড়ি ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে বল আশা করছি।’

সারাবাংলা/এসবি/এনএস

খন্দকার এনায়েত উল্লাহ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর