Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বজ্রপাতে ৩ জেলায় নিহত ৬


৩০ এপ্রিল ২০১৮ ১৯:০০

।। সারাবাংলা ডেস্ক।।

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনায় সোমবার (৩০ এপ্রিল) ৬ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন স্কুল ছাত্র, একজন প্রবাসী, দুজন কৃষক, একজন চা শ্রমিক এবং স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক রয়েছেন। বজ্রপাতের ঘটনাগুলো ঘটেছে নারায়ণগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজারে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুপুরে দুটি বজ্রপাতের ঘটনায় এক স্কুলছাত্রসহ তিন জনের মৃত্যু হয়। এরা হচ্ছেন- হাসেম মোল্লা (১৭), রফিকুল ইসলামের (৩৩) ও ফরহাদ হোসেন (১৪)।

তারাব পৌরসভার তেঁতলাবের একটি স্কুল থেকে ফেরার সময় দুপুর ১টার দিকে বজ্রপাতে সপ্তম শ্রেণির ছাত্র ফরহাদ হোসেন মারা যায়। তার বাবার নাম জলিল খান। ফরহাদ তেতলাব আদর্শ বিদ্যানিকেতনের ছাত্র ছিলো। হাসেম মোল্লা ভোলাব ইউনিয়নের কামাল মোল্লার ছেলে।  রফিকুল ইসলাম একই এলাকার নুরুল হকের ছেলে। রফিকুল ইসলাম ভোলাব ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক ছিলেন।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার তেল কুমার হাওরে বজ্রপাতে নিহত হয়েছেন শামসুল হক (৩৮) নামের এক কৃষক। শামসুল হক বানিয়াচং উপজেলার জাদুকর্ণপাড়ার মৃত গাজী রহমানের ছেলে। সোমবার দুপুরের বৃষ্টিতে হাওরের পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিলে বৃষ্টির মধ্যেই শামসুল হক ধান কাটতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে তমিজ উদ্দিন (৩৫) নামের একজন প্রবাসী নিহত হয়েছেন। তিনি মাঠে গরু চরাতে গিয়েছিলেন। এসময় তার সঙ্গে থাকা ৩টি গরুও ঘটনাস্থলে মারা যায়।

শ্রীমঙ্গলে বজ্রপাতের আরেক ঘটনায় অজয় গোয়ালা (২০) নামের একজন চা শ্রমিক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও চারজন। দুপুরে ভারী বর্ষণের সময় উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পরে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩টার দিকে অজয় মারা যান। নিহত অজয় লাখাইছড়া চা বাগানের বাসিন্দা চা শ্রমিক দিপক গোয়ালার ছেলে। এই ঘটনায় আহতরা হলেন –একই এলাকার রাখাল সগড় (৩২), জিতেন সগর (৩০), কিশোর গোয়ালা (২৫) ও রিপন ভূইয়া (২০)।

(প্রতিবেদন তৈরিতে নারায়ণগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজারের করেসপন্ডেন্টরা সহায়তা করেছেন)

সারাবাংলা/এমআইএস

বজ্রপাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর