নয়াপল্টন এলাকায় যান চলাচল স্বাভাবিক
৮ ডিসেম্বর ২০২২ ২০:১৬ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২২ ২০:১৭
ঢাকা: নয়াপল্টন এলাকায় যানচলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে ওই এলাকার ব্যারিকেড সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। সন্ধ্যার দিকেই ব্যারিকেড তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী।
বৃহস্পতিবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় কার্যালয়ে গেলে আবারও বাধার মুখে পড়েন। গতকাল বুধবার (৭ ডিসেম্বর) বিকেল বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ওই এলাকার রাস্তাঘাট বন্ধ ছিল।
এদিকে যতদিন নিরাপদ মনে করবে না ততদিন নয়াপল্টন এলাকা বন্ধ থাকবে বলে জানিয়েছিলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) বিপ্লব কুমার সরকার। তিনি আরও বলেন, ‘সাংবাদিকরাও নয়াপল্টন এলাকায় প্রবেশ করতে পারবে না। তারা পুলিশ ব্যারিকেডের বাইরে থাকবেন।’ ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চলছিল বলে দাবি করেছে পুলিশ। গতকাল বুধবার বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বেশ কিছু পুলিশ সদস্যও আহত হন।
এর আগে, গতকাল বুধবার বিকেল বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় সেখান থেকে বিএনপির বেশকিছু নেতা-কর্মীকে আটক করা হয়। দলীয় কার্যালয়ে প্রবেশ করতে বাধার মুখে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে এক পর্যায়ে তিনি কার্যালয়ের সামনে বসে পড়েন, সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থা করেন। রাতে সেই স্থান ত্যাগ করেন বিএনপির মহাসচিব।
সারাবাংলা/ইএইচটি/এনএস